প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচি ও ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান এবং তিনজন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাদের বরখাস্ত করে আদেশ জারি করেছে।
এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অভিযোগে গত চার মাসে ইউনিয়ন পরিষদের ৩৬ জন চেয়ারম্যান, ৬৯ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানসহ মোট ১১১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।
আদেশে বলা হয়, ভিজিডি কার্ডের চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে মজুদ রাখার অভিযোগে মাগুরার শালিখা উপজেলার ২ নম্বর তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দীন মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply