গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই সাবেক হুইপ। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আশরাফের পারিবারিক সূত্র জানায়, ২৫ দিন আগে মো. আশরাফকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তাঁর হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে মারা যান তিনি।
আজ শনিবার (১৮ জুলাই) বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. আশরাফ। এক সময় দলের যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়া শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি। ১/১১-র সময় সংস্কারপন্থিতে যোগ দেওয়া অভিযোগ ওঠে আশরাফের বিরুদ্ধে। এর পর থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ততা ছিল না তাঁর।
Leave a Reply