প্রেস বিজ্ঞপ্তি-
সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, ইতালীর নেপোলী শাখা বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান বেগ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আসামি করা হয়েছে উপজেলা বিএনপির ২৩ নেতাকর্মীকে।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপি নেতা শহিদুল ইসলাম মামুন এই মিথ্যা মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে শহিদুল ইসলাম মামুন বলেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত।
আওয়ামীলীগ সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে রাজনৈতিক হয়রানী করেছে।
Leave a Reply