সিলেটের দুই ল্যাবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীতে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার এবং বাকি ২ জন মৌলভীবাজার জেলার। সিলেটের ১০ জনের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদেরর মধ্যে সকলেই সিলেট জেলার।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫০৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৩৯ জন আর মারা গেছেন ২১৪ জন।
Leave a Reply