এক মাস সিয়াম সাধনা ও আত্ম সংযমের পর অপার আনন্দের বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয়বাদী দলের সকলস্তরের নেতাকর্মীসহ সমগ্র দেশবাসাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন
যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক,সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম মামুন।
পবিত্র ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় শহিদুল ইসলাম মামুন বলেন
ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বাংলায়। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র এদিনে ধনী-গরিব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন। ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতা, সাম্য, মৈত্রীসহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে-দিকে ছড়িয়ে পড়ুক – এ প্রত্যাশা করি।
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক
Leave a Reply