 
																
								
                                    
									
                                 
							
							 
                    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের বসবাসরত সমগ্র মুসলিম উম্মাকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বৃহত্তর খাসদবীর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সমাজসেবক রিমাদ আহমদ রুবেল।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে রিমাদ আহমদ রুবেল বলেন রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের।
তাই পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
পবিত্র এই দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি দেশকে এগিয়ে নেওয়ার এবং অসাম্প্রদায়িক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের।
বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়েই।
চমৎকার সুন্দর আনন্দময় এই ঈদের দিনটি আমাদের সবার জীবনে আসুক শান্তির অভয়বাণী হয়ে,ঈদের আনন্দের মতো হউক আমাদের প্রতিটি দিন।
শ্রেণী- ভেদাভেদ বৈষম্য ভুলে সবার ঘরে পৌঁছে যাক ঈদের আনন্দ বার্তা।
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন।
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
Leave a Reply