1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৪ টি ওয়ার্ড কমিটি ঘোষণা

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩, ৫, ১৬ ও ১৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেন নগর বিএনপি-র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এছাড়াও মহানগর বিএনপির সকল ওয়ার্ডের নেতৃবৃন্দর প্রতি বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে। ইতিপূর্বে ১৭’টি ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছিলো। এ নিয়ে ২৭’টির মধ্যে ২১’টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হলো।
শনিবার মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মহানগর বিএনপির নির্দেশনার মধ্যে রয়েছে- আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্ভূক্ত সকল ইউনিটে (পাড়া) ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন করা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনপূর্বক ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করা। প্রতিটি ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্যদের অন্তর্ভূক্ত করা। ওয়ার্ড কমিটির সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার মহানগর বিএনপির কাছে জমা দেয়া ইত্যাদি।

 

 

৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি :

 

আহবায়ক মোঃ সামসুদ্দিন। সদস্য- সালেহ আহমদ গেদা, নজরুল ইসলাম, রাজিব কুমার দে রাজু, শামীম আহমদ চৌধুরী, মোঃ সালাহ উদ্দিন, মোহাম্মদ আলী লাহিন, জাহাঙ্গির আহমদ চৌধুরী, সৈয়দ নুর আলী, সৈয়দ আলী রেজা সাচ্চু, মোঃ আব্দুল কাইয়ুম রঙ্গু, দুলাল আহমদ, আবুল কালাম, নাদিম হোসেন, পারভেজ খান জুয়েল, এমএ হাসান, হাবিবুর রহমান, দুলার আহমদ (ছোট), মোঃ রব্বানী, আব্দুল হামিদ, ফেরদৌস আহমদ।

৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি :
আহবায়ক কামাল মিয়া (সাবেক কমিশনার)। সদস্য আমিনুর রহমান খোকন, সাহেদ আহমত চমন, মামুন আহমদ মিন্টু, আসাদুজ্জামান শহীদ, ময়নুল ইসলাম, আব্দুল্লাহ শাফি সাহেদ, সাহেদ আহমদ নয়ন, সাহাব উদ্দিন আহমদ, খালেদ আবকর চৌধুরী, দেওয়ান রেজা মজিদ, শাহিন আলী, রায়হান আহমদ, শাকিল আহমদ খান, বদরুল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, সুলতান বক্স মনসুর, আকবর আহমদ, রেজাউল ইসলাম মাসুম, মিছবাহ আহমদ জেহিন, জাহেদ আহমদ।

১৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি :
আহবায়ক সালেহ ইব্রাহিম। সদস্য- আমিনুল ইসলাম তপন, মীর্জা বেলায়েত আহমদ লিটন, তফজ্জুল আলী, সাইফুল হক বদরুল, আব্দুল হান্নান খান, ফাতেমা জামান রোজি, বাবর আহমদ, হায়দার আহমদ হারুন, আব্দুল জলিল, জুবেদ আহমদ, রুম্মান আহমদ, সৈয়দ খিজির হোসেন এনু, জাফর করিম, আলী হায়দার মজনু, সল্টি দাস, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোঃ রজব, সাকী হাজারী, মতিউর রহমান শিমুল, রাহেল আহমদ।

১৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি :
আহবায়ক শামীম আহমদ (সামু)। সদস্য- দিনার খান হাসু, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, রেজাউল করিম নাচন, আমজাদ আলী, আব্দুস শহীদ লাহীন, শাহ মোঃ মতসির আলী, এডভোকেট তানভীর আখতার খান, আবুল ফয়সল জিহাদ, জুবায়ের আহমদ, কয়েস আহমদ, তসীর আলী, সুচিত্র বাবুল, এনামুল ইসলাম ফখরুল, মফিজুর রহমান রুবেল, সাব্বির আহমদ রিপন, ফাহিম আহমদ মৌসুম, নূহ ইবনে ইলিয়াস (শাহরিয়ার), নির্ঝর রায়, মোঃ আব্দুল আহাদ সুফি, বাবর আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone