1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির বিনামূল্যে চিকিৎসাসেবার ৫ম কর্মসূচী অনুষ্ঠিত

সাজন আহমদ সাজু
  • আপডেটের সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন  চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি) এর উদ্যোগে করোনাকালীন চিকিৎসা সেবা কর্মসূচি ২০২০ এর ধারাবাহিক কার্যক্রমের ৫ম কর্মসূচী সম্পন্ন হয়েছে।

সিলেট সিটি রপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গতকাল  ১৫ই অগাস্ট   শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক গরীব-অসহায়,সুবিধা বিঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।              চিকিৎসা সেবা পরিচালনা করেন হেলথ সার্ভিস ফোরাম সিলেট এর প্রধান সমন্বয়ক ডা: ফাতেমা ইয়াসমিন, ডা: তাহমিনা সিদ্দিকা।

চিকিৎসা সেবা প্রদানে    সহকারী হিসেবে ছিলেন সঞ্জীব ভট্টাচার্য লিটন, সারোদা ফার্মেসি, রুবাইয়াৎ আহমেদ।

এসময়  উপস্থিত ছিলেন রংধনু চৌকিদেখী সিলেটের সাংগঠনিক সম্পাদক জনাব সোহরাব আহমেদ পবলু ও চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি)এর সদস্যবৃন্দ।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সকল প্রকার সার্বিক সহযোগিতায় আছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির সদস্যরা জানান তাদের এই মানবিক কার্যক্রম প্রতি শনিবার কাউন্সিলর কার্যালয়ে   একই সময়ে অনুষ্টিত হবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone