পৃথিবীর রহস্যঘেরা পথে
আর কতকাল হেঁটে যাবে মানুষ
ভগ্নহৃদয়ের পাশ কেটে ,দ্রিমিকি দ্রিমিকি তালে
অজশ্র শহর তুলে সময়ের তর্জনী ,
প্রেতাত্মারা দুহাতে শিকল বেঁধে আগুন দিয়েছে
সূর্যের মাচায় !
আমরা অঞ্জলি ভরে তুলে নিচ্ছি
গলিত আসমান !
জীবনের প্রথম অঙ্গিকার ভুলে
হাওয়ায় লিখে রাখি উন্মাদ উৎসব ,
কথা ছিলো রক্তের নহর কাটতে নেই
অথচ নরসুন্দরের মতো ক্ষুর দিয়ে
ক্ষতবিক্ষত করে চলেছি নিঃশ্বাসের বেদিমূল !
আমাদের একহাতে দোদুল্যমান ফাঁসির দণ্ড
আর অন্যহাতে অলৌকিক ইসতেহার ;
আমরা ভুলপথে হেঁটে হেঁটে পৌছে যাই সত্তার-
ব্যারিকেড ভেঙে অস্তাচলের কাছাকাছি
আমাদের দীর্ঘ-নিঃশ্বাসে
অন্ধকারও কেঁপে কেঁপে ওঠে রাত্রির গোঙানির শব্দে।
Leave a Reply