বাঙ্কসির গ্রাফিটি আর্ট
শামীম আহমদ
নিশ্চুপ হয়ে গেলে সন্ত্রস্ত ঠোঁট
হাতের আঙুল গুলো-
গান গায় নিঃশব্দে, শব্দের মৌনবানে
ক্ষিপ্ত হয় আঙুল ,আঁকে দ্রোহ,
পৃথিবীর দেয়ালে দেয়ালে
দাউ দাউ করে জ্বলে উঠে নিঃশ্বাস আমার
আমি বিস্ময়ে দেখি কষ্টের রঙ
দ্রোহীর ক্যালিওগ্রাফিতে সিক্ত হয় আঁখি পল্লব
হৃদয়ের আয়নায় ভেসে ওঠা রক্তের চারুলিপি
করে চরম বিদগ্ধ বিদ্রোহ ।
বাঙ্কসির তুলিতে আঁকা
পৃথিবীর সব পার্লামেন্টই মনে হয় যেনো
শিম্পাঞ্জির আস্তাবল
গাঢ় অরণ্যে ভয়াল মৃত্যু উৎসবে অনন্ত উল্লাস
সুঁতাকাটা গুড়ির মতো যখন হৃৎপিণ্ড ধমনী ছিন্ন
করে অসীম আকাশে দেয় কষ্ট উড়ান
তখন শিম্পাঞ্জি গুলো হর্ষধ্বনি দিয়ে ওঠে সমস্বরে
ইয়েস মাই লর্ড
ধূসর পৃথিবী শহস্র পায়ে হাঁটে শ্মশানের দিকে
আর আমি কবিতার জমিনে
শুধু বুনে যাই কষ্টের চারা ।
Leave a Reply