1. sylpe2019@gmail.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

রনি পালের উপর মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সমাজ কর্মী রনি পালের উপর মিথ্যা ষড়যন্রমুলক মামলার প্রতিবাদে এলাকার সকল সামাজিক সংগঠনের এক যৌথ প্রতিবাদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ।

প্রতিবাদ সভায় তারা বলেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত থেকে বিশ্রামহীন ভাবে যে কাজ করে গেছেন আজ তাকে ছিনতাইকারী বলে মামলা করা হয়েছে। সে হিন্দু ধর্মের হয়েও সে ফরহাদ চৌধুরী শামিম এর মানবিক টিমের হয়ে করোনায় আক্রান্তদের লাশ দাফনের কাজও সম্পন্ন করেন।  তারা বলেন রনি পাল প্রতি হিংসার স্বীকার ।

পুষ্পাঞ্জলী সংঘের সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশন গঠিত করোনা মহামারি ৬নং ওয়ার্ড মানবিক টিমের সদস্য, ফাইভ স্টার মোবাইল কোম্পানীর রিজওনাল ম্যানেজার রনি পালের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার ২৬ ফেব্রুয়ারি রাত ৯ ঘটিকার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এলাকার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চৌকিদেখী পঞ্চায়েত কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, বক্তব্য রাখেন নাছির উদ্দিন সিপাহ সালাহ (র:) মাজার মসজিদের সেক্রেটারী সহিদুল হোসেন মামুন, সভায় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিতি থেকে বক্তব্য রাখেন তরঙ্গঁ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ ওভার, রংধনু ক্রিড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ও চৌকিদেখী জামে মসজিদের কোষাধ্যক্ষ সুরাব আহমদ পবলু, পুষ্পাঞ্জলী সংঘের সাবেক সভাপতি মঞ্জিত রানা, সৈয়দ মুগনী তরঙ্গঁ সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন, পীর মহল্লা প্রভাতি সংঘের সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সেতু বন্ধন সংস্থার খন্দকার ফায়েকুজ্জামান মাষ্টার, শেখ আব্দুর রহিম, তেপান্তর সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি সামছুজ্জামান সেলিম, পীর মহল্লা প্রভাতি সংঘের সাধারণ সম্পাদক ছালিকুর রহমান, পুষ্পাঞ্জলী সংঘের গৌরাঙ্গ দেব নাথ, আর.এম.এস. ও পঞ্চদশ সমাজ কল্যান সংস্থার সভাপতি রুহুল আমিন লাবলু, চাইল্ড হুড ফ্রেন্ডস্ চ্যারিটির সমন্বয়ক প্রদীপ ধর রন্টু, রঞ্জিত নাথ, পঞ্চদশ সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমদ সানি, সেতুবন্ধন সংস্থার আবুল কালাম সাহেদ, উদয়ন তরুন সংঘের সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ, তেপান্তর সমাজ কল্যান সংঘের সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সিলেট ইয়াং স্টারের সিনিয়র যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লুকমান, RMS ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক সাকিব আহমদ, ও সাংগঠনিক সম্পাদক মেহবুবুর রহমান, ব্লাড সোলজার সোসাইটির সভাপতি তানিম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল আলম সাকিল , সাংগঠনিক সম্পাদক আলীনূর আলম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, উদয়ন তরুন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সভায় সর্বসম্মতিক্রমে রনি পালের উপর ষড়যন্ত মূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা প্রস্থাব গৃহীত হয়। ক্লাব সমূহ গুলো হচ্ছে রংধনু ক্রিড়া চক্র, উদয়ন তরুন সংঘ, প্রভাতি সংঘ, সেতু বন্ধন সমাজ কল্যান সংস্থা, RMS ক্রিড়া সংস্থা, তেপান্তর সমাজ কল্যান সংস্থা, আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন, পঞ্চদশ সমাজ কল্যান সংস্থা, সৈয়দ মুগনী তরঙ্গঁ সমাজ উন্নয় কমিটি, পুষ্পাঞ্জলী সংঘ, চাইল্ড হুড ফ্রেন্ডস্ চ্যারেটি, ব্লাড সোলজার, হেলপিং হ্যান্ড চ্যারেটি, ৬নং সড়ক উন্নয়ন কমিটি, বাশবাড়ি ক্রিড়া চক্র, বেষ্ট ইলিভেন ক্লাব,স্বপ্নপুরন  সেবা সংঘ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone