1. sylpe2019@gmail.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

জেরুজালেমের আকাশে ডানা মেলে মাটির পাখি- কবি শামীম আহমদ

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আমি আর আমার কবিতা
শামীম আহমদ

আজকাল কবিতাগুলো
মেঘে ঢাকা সূর্যের মতো ফ্যাকাশে
দ্বীপ্রহরেও মনে হয় এই বুঝি সন্ধ্যা ঘনায় !
দিখণ্ডিত চাঁদ,আর এক হাঁড়ি জল,
হাঁড়িতেই সারারাত সাঁতার কাটে চাঁদ পারের আশায় ,
চাঁদের শীতল বুকে বুদ্বুদ ফুটে ক্ষুধার পৃথিবী।
বাকরূদ্ধ কারার প্রকোষ্ঠে বোবা কয়েদির মতো
আমিও ছোট্ট হাঁড়ির মধ্যেই ডুবে তল হয়ে যাই
দৃষ্টির অতলে,
এ যেনো-
কূলহীন জলধি ,প্রমত্তা পদ্মার উত্তাল তরঙ্গ
আমাকে ভাসিয়ে নিয়ে যায় , শেষ মোহনায় ,
যেখানে সাগর সঙ্গমে নদীর পরম সার্থকতা অথচ
আমার কবিতা সিহর্সের পুচ্ছ ধরে দোদুল্যমান
সাথে আমিও ,
আমি ভেসে উঠলে কবিতাগুলো ডুব দেয় গহীনে
আমি তল হলে ওরা টেনে তুলে ডাঙ্গায় …

বৈকালিক ক্যাপোচিনো কাপে যখন ভেসে উঠে ভাঙ্গা চাঁদ ,চাঁদের গায়ে এখনও দেখি গ্রহণকাল, ক্ষুধার্ত পৃথিবী কাঁদে
কাঁদে সুরমার বিন্দু বিন্দু জল ,রক্তাশ্রু ঝরায় –
জেরুজালেমের আকাশ ,আল আকসার প্রান্তর জুড়ে প্লাবন
আমি রক্তাক্ত প্রান্তরে বসে কবিতা লিখি
একবুক আশা নিয়ে,গ্রহণের বাদে যদি আবার
পূর্ণ চাঁদের আলোয় রোমাঞ্চিত হয় পৃথিবী ,
যদি আবার জেরুজালেমের আকাশে ডানা মেলে
মাটির পাখি .

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone