1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

৬ নং ওয়ার্ডবাসীকে সমাজসেবক “সোহরাব আহমদ পবলু’র” ঈদ শুভেচ্ছা

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে বসবাসকারী সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন “চৌকিদেখী জামে মসজিদ” এর কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক “সোহরাব আহমদ পবলু”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সোহরাব আহমদ পবলু বলেন ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।

প্রিয় ওয়ার্ডবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone