মাছের মতো স্বজাতি হননে
শামীম আহমদ
মর্মমূলে শোনি বেহুলার চাপা কান্নার স্বর
শোণিত প্রবাহে ভেসে যায় জীবনের কোষগুলো যখন,
ডিএনএ ল্যাবে
শহিদদের ক্ষয়ে যাওয়া হাড় আর চুলগুলো বর্ণনা করে
মাছের মতো স্বজাতি হননে
যুগের অপরূপ মিথ্যাচার আর নৃশংসতার করুণ ইতিহাস ।
অথচ আমরা জীবন্ত মানুষ !
প্রসারিত দৃষ্টিকে
ধ্যানমগ্ন সন্যাসীদের মতো চোখ বুজে
ধ্যানকে আর গাঢ় করে নিমগ্ন থাকি
সুদীর্ঘ দশকের পর দশক
চরম বাস্তবতার পাশ কেটে কেবলই স্বর্গের আকাঙ্ক্ষা নিয়ে ।
Leave a Reply