বেদনার পাণ্ডুলিপি-
জীবনের রঙটা ধূসর ফ্যাকাশে
প্রাপ্তির সেল্ফে জমে আছে
অসংখ্য বেদনার পাণ্ডুলিপি
নীরব-নিভৃতে অবকাশকেন্দ্রও
পরিপূর্ণ শুন্যতার গ্লানিতে।
চোখ মেলে দেখি এক চিলতে
জায়গা নেই চরণধূলি দেবে সুখ,
আজন্ম দুঃখের সাথে সন্ধি জীবনে
প্রণয় সুতোয় গাঁথা বেদনার কাব্য।
কত ইচ্ছের মৃত্যু দেখেছে জীবন,
হাজারও স্বপ্নের স্বপ্নের সমাধি
দিয়েছি বুকের জমিনে।
শোকে জর্জরিত অচেনা অধ্যায়ে
তুমি এসেছিলে সুখের শব্দমালা হয়ে-
তোমায় সুখের গল্পগ্রন্থ করে
অনিশ্চিত গন্তব্যে রংধনু সাতরঙে
জীবনকথা লিখতে গিয়ে
ব্যর্থতা-হতাশার সাথে হলো পরিচয়,
থমকে গেলো জীবন গতি-
এক অচেনা মায়ায় বেঁধে কেড়ে নিলে
অনাগত দিনের বর্ণিল আয়োজন।
Leave a Reply