 
																
								
                                    
									
                                 
							
														শেরেবাংলা এ.কে. ফজলুল হক
বাংলার সিংহ-পুরুষ,ঐতিহ্যময় আদর্শ
একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম।
তুলনারহিত বাগ্মিতা,হৃদয়ের বিশালতা
গন-মানুষের প্রতি অকৃত্রিম
এক ভালোবাসার নাম।
শেরেবাংলা এ.কে. ফজলুল হক
বাংলার নয়নমণি,বিনম্রচিও উদার
একজন অমায়িক ব্যক্তিত্বের নাম।
উপমহাদেশের শ্রেষ্ঠ আইনজীবী
বহুমুখী প্রতিভাধর,অভিজ্ঞতা জ্ঞানে পরিপূর্ণ
এক কিংবদন্তির নাম।
শেরেবাংলা এ.কে. ফজলুল হক
সূর্যকরোজ্জ্বল তেজস্বিতা,অপরাজেয় সংগ্রামী
একজন মহান নেতার নাম।
উপমহাদেশের প্রোজ্জ্বলতম জ্যোতিষ্ক
দেশ ও জাতির জন্য নিঃসন্দেহে স্বাতন্ত্র্যবাহী
এক অনলবর্ষী বক্তার নাম।
শেরেবাংলা এ.কে. ফজলুল হক
বাংলার বাঘ,বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান।

কবিতাঃ শেরে বাংলা এ.কে ফজলুল হক
লিখেছেনঃ উম্মে তামিমা তন্বী
ইডেন মহিলা কলেজ,ঢাকা।
সমাজবিজ্ঞান বিভাগ
Leave a Reply